খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : বর্তমান সময়ে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ও হার্ড হিটার খেলোয়াড় সাব্বির রহমান। তার ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ রানের জয় পেয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের দৌড়ে এগিয়ে আছেন।
কিন্তু সম্প্রতি সাব্বির রহমান কিছুটা বিব্রত বোধ করছেন। আজ দুপুরে সাব্বির রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ফেক আইডি নিয়ে বেশ চিন্তিত।
পোস্টে তিনি বলেছেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার বেশ কয়েকটি ফেইক একাউন্ট দেখা যাচ্ছে। দয়া করে সেই সকল ফেইক একাউন্ট থেকে বিরত থাকুন। ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আশা করি সামনে এভাবেই সমর্থন দিয়ে যাবেন আপনারা।’