খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : ইরাকে বাবা-মা হারানো এক হাজার এতিম শিশুর দেখভালের দায়িত্ব নিচ্ছে সৌদি আরব। কুর্দিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ওই শিশুরা নিঃস্ব হয়েছিল। ইরাকের সৌদি রাষ্ট্রদূত থামের আল সাবহার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
প্রসঙ্গত, গৃহযুদ্ধের কারণে ইরাক ও সিরিয়ার মানুষজন যখন ইউরোপ পাড়ি জমাতে শুরু করেছে তখন মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো বিশেষ করে সৌদি আরব তাদের সাহায্যে এগিয়ে না আসায় ব্যাপক সমালোচনা শোনা গেছে।
সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাদশাহ সালমান স্বয়ং ওই এতিম শিশুদের দায়িত্ব নিতে যাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সহায়তার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন সৌদি বাদশাহ। আল সাবহার আরো বলেছেন,‘সন্ত্রাসী গোষ্ঠীর হামলার কারণে আমাদের ইরাকি ভাইয়েরা কঠোর ও কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন। ইরাকি শিশুদের প্রতি আমাদের মানবিক সহায়তা বহাল থাকবে।’ তবে ওই শিশুদের সৌদি আরব কীভাবে সহায়তা করবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
এর আগে সৌদি সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে ইরাকে ৫শ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের প্রতিশ্র“তি দিয়েছিল।