খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলায় গতকাল শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের এই অভূতপূর্ব সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ।
অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশী ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলণ ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশী টাইগাররা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরণের সফলতা এবং উত্তরোত্তর আরও বেশী কৃতিত্ব অর্জনে সক্ষম হবে। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে তাতে আমিও তাদেরকে নিয়ে গর্ববোধ করছি।”
বেগম জিয়া বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশি¬ষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।”