খোলা বাজার২৪,মঙ্গলবার ০১,মার্চ ২০১৬ :কমল একাডমির কেন্দ্রীয় সংসদের সভাপতি।পিরোজপুর জিলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক।পিরোজপুর জিলা ছাএদলের সাবেক আহবায়ক।চাকসুর সাবেক মিলানায়তন বিষয়ক সম্পাদক জনাব মাইনুল আহসান মুন্নাকে সোমবার দুপুর ২ টার সময় পিরোজপুর ঈদগা মাঠের সাম্মনে তাহার মটর সাইকেলের গতী রোধ করে ।একদল সশস্র সনত্রাসীরা কর্তিক হামলা চালায়,হামলায় মুন্না গুরুতর আহত হন।তাকে সশস্র সনত্রাসীরা ইট দিয়ে পা থেতলে দেয়া এবং তার মাথায় গুরুতর আগাত দেয় এতে মুন্নার মাথা ফেটে যায়,হাত ভেংগে যায়হয়।
পিরোজপুর জেলা বিএনপির বিদ্রহী গুরুপের পিরোজপুর জেলার প্রথম সভাপতি নজরুল ইসলাম খান,সহ-সভাপতি এলিজা জামান,সহ-সভাপতি লিয়াকত আলি সেখ বাদশা,সহ-সভাপতি এড,কালাম আকন,সহ-সভাপতি এড,সাব্বির,সাংগঠনিক সম্পাদ সাইদুল ইসলাম কিছমত ও ব্যারিস্টির সরোয়ার হোসেন প্রমুখ নেতারা মুন্নার উপরে সশস্র সনত্রাসী হামলা কারিদের দৃষ্টান্তো মূলক শাস্তির দাবী ও গ্রেপতার করে আইনের আয়তায় আনার আহবান জানাই এবং এই হামলার জানান।