Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : বাংলাদেশে শিশু হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘শিশু হত্যার প্রবণতা বেড়ে গেছে। কেন এই জিঘাংসা? পরিবারের একটি ছোট ঘটনার জন্য একটি শিশুকে কেন হত্যা করা হবে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই শিশু হত্যার ঘটনায় আমি ধিক্কার জানাই। যারা শিশু হত্যার সাথে জড়িত, আমি আশা করি আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ শাস্তি দেবে।’ শিশু হত্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান বলেন, ‘যারা পালিয়ে গেছে তাদের ধরিয়ে দিন।’ সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি।
দেশে যেন আর কেউ শিশু হত্যা করতে না পারে সেজন্য দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেসব শিশু হত্যাকারী পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সকল শিশু হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও বিচার করা হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানান প্রধানমন্ত্রী। গ্যাসের চুলা ব্যবহারকারীদের একটি দেয়াশলাইয়ের কাঠির জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখার আহ্বান জানান তিনি।
গত ২০ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।