Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসর।কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্সন এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের প্রথমদিন মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
আর শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন। দুটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
শনিবার শেষ হয়েছে আসরের তৃতীয় রাউন্ড । তৃতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোন বিসিবি নর্থ জোনকে পরাজিত করে। প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের মধ্যকার অপর ম্যাচটি ড্র হয়।
এই ম্যাচকে সামনে রেখে ঘাম ঝরানো অনুশীলন করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করে। এ সময় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে তারা।
ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার মিলটন আহমেদের বলেন, দলে কোনো ইনজুরি নেই। তবে একটি পরিবর্তন আছে। দেওয়ান সাব্বিরের পরিবর্তে দলে এসেছেন বোলার শহীদুল। দেওয়ান সাব্বিরের পরীক্ষা থাকায় তিনি ছুটি নিয়েছেন।
প্রথম তিন রাউন্ড শেষে একটি জয় ও দুটি ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন। একটি জয়, একটি হার ও এক ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিসিবি নর্থ জোন।
তিনটি ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আর প্রাইম ব্যাংক সাউথ জোন ২টি ড্র ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে অবস্থান করছে।
দলের লক্ষ্য সম্পর্কে মিলটন আহমেদ বলেন, ‘আমরা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছি। ২৭ পয়েন্ট নিয়ে আমাদের পরেই রয়েছে বিসিবি নর্থ জোন। এই রাউন্ডে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছি না আমরা। এই রাউন্ডে জয় পেলে শিরোপার জয়ের দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাব আমরা।