খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : ভারতের মধ্যাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে চলা মাওবাদী বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। স্থানীয় এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানান। মঙ্গলবার ভোরে ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্ত এলাকায় পুলিশ অস্ত্র সজ্জিত মাওবাদী গ্রুপকে লক্ষ্য করে হামলা চালালে সেখানে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়।
ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ প্রধান ডি. শ্রাবণ কুমার এএফপিকে বলেন, এ ঘটনায় আমরা আট মাওবাদীর নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সেখানে এখনো বন্দুকযুদ্ধ চলছে এবং আমরা এখন পর্যন্ত লাশগুলো উদ্ধার করতে পারিনি। উল্লেখ্য, সুকমা জেলার কাছেই এ হামলার ঘটনা ঘটে। গভীর জঙ্গলে বিদ্রোহীরা অবস্থান করছে গোপন সূত্রে এমন খবর পাওয়ার পর ছত্তিশগড় ও তেলেঙ্গানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাজ্যের সীমান্ত অতিক্রম করতে প্রায়ই বিদ্রোহীরা এ পথ ব্যবহার করে থাকে। উল্লেখ্য, ১৯৬০-এর দশকে ভারতের মাওবাদী বিচ্ছিন্নতা শুরু হয়।