খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ১ মার্চ এক বিবৃতিতে বলেন, আজ ১লা মার্চ। সেই ভয়াল দিনের আবির্ভাব হয়েছিল ২রা মার্চ ১৯৭১ সাল থেকে। স্বাধীনতার প্রাক্কালে এক বিবৃতিতে তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২রা মার্চ স্বাধীনতার বীজ রোপন করেছিলেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম সূচনা করেছিলেন লক্ষ মানুষের পক্ষে তৎকালীন ডাকসু’র ভি.পি আ.স.ম আবদুর রব। সেই হানাদার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার প্রথম প্রহর স্থির হয়েছিল। ৪৮ বছর পর হলেও আমরা স্বাধীনতার ফসল ঘরে নিতে পারিনি। শুধুমাত্র স্বাধীনতার ইতিহাস বিকৃতির কারণ।
২রা মার্চ পতাকা উত্তোলন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা সময়ের দাবি। হানাদার ইয়াহিয়ার মত জবর-দখল করে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ‘গণতন্ত্র’ কে অবরুদ্ধ করে রাখা যাবে না। সকলে ঐক্যবদ্ধভাবে অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নতুন করে শপথ নিতে হবে। তিনি বিবৃতিতে আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ রণাঙ্গণের তৎকালীন মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীরমুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি।