খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : সরকারি কেনাকাটায় প্রাক্কলিত দরের ১০ শতাশের কম বা বেশি দরপ্রস্তাব করলে সেই দরপত্র বাতিল হয়ে যাবে।এমন বিধান রেখে ‘পাবলিক প্রকিউরমেন্ট (চতুর্থ সংশোধন) আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “কোনো দরদাতা দরপত্রের দাপ্তরিক প্রাক্কলনের ১০ ভাগ কম বা বেশি মূল্য দরপত্রে উল্লেখ করতে পারবেন, এর বেশি করলে দরপত্র বাতিল হয়ে যাবে।”
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরকারি কেনাকাটায় প্রাক্কলিক মূল্যের থেকে অনেক বেশি বা অনেক কম দরপত্র মূল্য দেখানোর প্রবণতারোধে এই সংশোধন আনা হচ্ছে বলে জানান তিনি।
শফিউল বলেন, আইন সংশোধন করে সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্রয়ের সীমা ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হচ্ছে।
এছাড়া ‘বুদ্ধিবৃত্তিক সেবা ক্রয়ের ক্ষেত্রে কারিগরি ও আর্থিক প্রস্তাবের উপর গুরুত্ব প্রদানে ঢালাওভাবে ৯০:১০ অনুপাত প্রয়োগের নিয়ন্ত্রণ আনা হয়েছে’ বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “এক্ষেত্রে কখনও কখনও অনুপাতে কমবেশি করা হয়, এতে সরকারের আর্থিক ক্ষতি হয়।”