Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39Kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : সিরিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সন্দেহের কারণে হল্যান্ডের আট নাগরিককে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। হত্যাকাণ্ডের শিকার আট ব্যক্তি দায়েশের হয়ে সিরিয়ায় লড়াই করে আসছিল তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ও দায়েশের ভেতরে বিদ্রোহ করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার সিরিয়ার রাকা প্রদেশের মাদান এলাকায় হল্যান্ডের আট নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত প্রায় এক মাস ধরে হল্যান্ডের ৭৫ সন্ত্রাসী ও দায়েশ গোয়েন্দাদের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিল।
এদিকে, ইরাকে তৎপর দায়েশ সন্ত্রাসীরা হল্যান্ডের আরো তিন সহযোগীকে আটক করেছে। এ তিনজনও দায়েশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের সময় পিটিয়ে হত্যা করা হয়।
সিটিজেন জার্নালিস্ট গ্রুপের তথ্য মতে- হল্যান্ডের সব গেরিলাকে আটক করে তাদেরকে ইরাকের তাবাকা ও সিরিয়ার মাদান এলাকার জেলে রাখার নির্দেশ দিয়েছে ইরাকের দায়েশ নেতারা। হল্যান্ডের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ৫০ নারীসহ দেশটি থেকে প্রায় ২০০ সন্ত্রাসী দায়েশে যোগ দিয়েছে। তারা ইরাক ও সিরিয়ায় নানা সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত রয়েছে। আই আর আই বি।