খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের নিম্নমুখী প্রবনতা এবং লেনদেন হ্রাস পেয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচক কমেছে । ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানির ১১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার ১৮৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ১২৪ টাকা।
যা আগের দিনের চেয়ে ২২ কোটি ২৯ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭.৯৩ পয়েন্ট কমে ৪৪৮৪.০৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৪৪ পয়েন্ট কমে ১৭১৫.৪১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১০.৭১ কমে ১০৮৯.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬ টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, অরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল জাহিন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ, সান লাইফ, এক্সিম ১ম মি. ফা., ডেল্টা লাইফ, এল আর গ্লোবাল মি. ফা-১, ওয়াটা কেমিক্যাল, সন্ধানী ইন্সুঃ, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ফার্মা ও জাহিন স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : জিলবাংলা সুগার, হাওয়া ওয়েল টেক্স, মেঘনা কনডেন্সড মিল্ক, গ্লোবাল হেভী, জিপিএইচ ইস্পাত, বাটা সু, জুট স্পিনার্স, বিডি ল্যম্পস, গ্রামীণ ফোন ও লিব্রা ইনফিউশন।