Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47Kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি যৌন চাহিদা ও কল্পনা থাকে। সম্প্রতি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে মহিলাদের যৌনকল্পনার উপরে একটি সমীক্ষা করা হয়। তাতে উঠে এসেছে বেশকিছু অবাক করা ঘটনা। ওই সমীক্ষা অনুযায়ী মহিলাদের ১০টি যৌনকল্পনার প্রথম দিকে রাখা হয়েছে। যদিও এই সমীক্ষা কঠোরভাবে পশ্চিমের দেশগুলির কথা মাথায় রেখে করা হয়। এশিয়া বা আফ্রিকায় এই ধরনের যৌনকল্পনা সম্ভব নয়। প্রতিবেদনে পড়ে নিন সেই অবাক ১০ কল্পনা!
১) ঘর, বিছানার চেনা গণ্ডির বাইরে অদ্ভুত কোনও জায়গায় শারীরিক মিলনের কথা বলেছেন ৮২ শতাংশ মহিলা। সমীক্ষা অনুযায়ী এটিই সবথেকে উপরে রয়েছে।
২) দ্বিতীয়তে রয়েছে ‘পাওয়ার প্লে’। ৬৫ শতাংশ মহিলা বলেছেন, যৌনমিলনের সময়ে তাঁরা পুরুষসঙ্গীর ‘আধিপত্য’ চান।
৩) একই রাতে একসঙ্গে একাধিক সঙ্গীর সঙ্গে যৌনমিলনের কামনা করেন অন্তত ৫৬.৫ শতাংশ মহিলা।
৪) ৫২ শতাংশ মহিলা বলেছেন, যৌনমিলনের সময়ে তাঁরা চান তাঁদের হাত-পা বেঁধে রাখা হোক।
৫) ৪৯ শতাংশ মহিলার কল্পনায় আসে অচেনা পুরুষের সঙ্গে যৌনমিলন।
৬) ৪৭ শতাংশ মহিলা চান বিছানায় তাঁরাই হবেন ‘ডমিনেটিং’।
৭) ৪২ শতাংশ মহিলা বলেছেন, তাঁদের যৌনকল্পনায় অগ্রাধিকার পায় সমকামিতা।
৮) ২৬ শতাংশ মহিলা বস্তুকাম বা ফেটিশিজমের কথা ভাবেন তাঁদের যৌনচেতনায়।
৯) ১৮ শতাংশ মহিলার যৌনসঙ্গী হিসেবে পছন্দ অল্পবয়সী ছেলেদের।
১০) ১২.৫ শতাংশ মহিলার যৌনচেতনায় আসেন পুরুষ যৌন বা জিগোলে