Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার এটিএম কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার দুপুরে এগুলো জব্দ করা হয়। হংকং থেকে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫টি কার্টনে কার্ডগুলি শাহজালাল বিমানবন্দরে আসে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান এ খবর নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, হংকং থেকে থাই এয়ারওয়েজে করে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্ল্যাঙ্ক কার্ডগুলো বিমানবন্দরে পৌঁছেছে।
বৈধ কোনো কাগজপত্র ছাড়াই এগুলো আনা হয়েছে। ডিএইচএল কুয়িয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচটি কার্টনে করে ১০০০ জাল এটিএম কার্ড আসে শাহজালাল বিমানবন্দরে। পরে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা কার্ডগুলি জব্দ করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিয়াজুল ইসলাম।