Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। মিরপুরের হোম অব ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
তিন ম্যাচের দুটিতে জিতে ফাইনালে যাওয়ার পথ অনেকটা এগিয়ে রেখেছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের ফাইনালের টিকিট নিশ্চিত। তবে হেরে গেলে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচের দিকে। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে বাংলাদেশ ফাইনালে উঠবে। আর পাকিস্তান জিতলেও বেশ কিছু সমীকরণ মেলাতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তারকা বোলার মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে বাংলাদেশ দলে অন্তর্ভূক্ত হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মুস্তাফিজের পরিবর্তে আজ আবু হায়দার রনি সেরা একাদশে স্থান পেতে পারেন।
চলুন জেনে নিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নুরুল হাসান সোহান
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. আবু হায়দার রনি
১১. তাসকিন আহমেদ।