খোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : এশিয়া কাপের খেলায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ।
মুস্তাফিজ কে হারানোর পর রিয়াদকেও হারাতে হতে পারে এই সিরিজ। সবার প্রত্যাশা ছিল পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ শিবিরে আসে দুঃসংবাদ। মঙ্গলবার পিঠে ব্যথা পান বাংলাদেশের মূল ক্রিকেটার রিয়াদ।
বুধবারও সুস্থ হতে পারেননি রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে তার মাঠে নামা এখন অনিশ্চয়তায়। রিয়াদের পরিবর্তে কাকে একাদশে দেখা যাবে এই নিয়ে মিটিং করেছে বাংলাদেশ ক্রিকেট। পাকাপাকি কি সিদ্ধান্ত আসে সেটি অবশ্যই সময়মত জানাবে বাংলাদেশ বোর্ড।