খোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ‘আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য বিএনপির জাতীয় কাউন্সিলে সরকার বাধা দিলে কঠিনভাবে প্রতিরোধ করা হবে’।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের স্থান পরিদর্শন করতে গিয়ে সকাল ১১ টার দিকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হান্নান শাহ বলেন, আমরা আশাবাদী জাতীয় কাউন্সিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে, সরকার যদি কোনো প্রকার বাধা সৃষ্টি করে তাহলে কঠিনভাবে প্রতিরোধ করা হবে।