Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: বিএনপির শীর্ষ পদ চেয়ারম্যান (চেয়ারপারসন) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন খালেদা জিয়ার নির্বাচনী এজেন্ট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় আরেক রিটার্নি অফিসার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
এর আগে ২ ফেব্র“য়ারি কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহুল কবির রিজভী।
নজরুল ইসলাম খান বলেন, ৫ মার্চ সকাল ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আর ৬ মার্চ সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের দিন বিএনপির শীর্ষ দুই পদ চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন পদে আছেন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আছেন তারেক রহমান।
২৯ ফেব্র“য়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ক্ষেত্রে প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হওয়ার শর্ত ছিল।