Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: বুধবার এশিয়া কাপ টি-২০তে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে য্ওায়ার, আত্মহত্যা করেছে মোহাম্মাদ শফিক নামের এক পাকিস্তানী।
নিহতের ভাই মোহাম্মাদ রমজান ডনকে জানান, বাংলাদেশ- পাকিস্তান ম্যাচ নিয়ে জুয়া খেলছিলেন তার শফিক। এর সময় তার মাসের পুরো বেতন ৩০ হাজার রুপি হেরে যান। পর দিন বৃহস্পতিবার ৫০ বছর বয়সী শফিক আত্মহত্যা করেন।
শফিক পাঞ্জাব সেচ বিভাগে জুনিয়র কেরানি ছিলেন। চার্চ রোডের অফিস ভবনের দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে সেচ বিভাগের কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। পুুলিশ মরদেহ মর্গে পাঠায়। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত কর্মকর্তা এএসআই মানজুর জানান, নিহত ব্যক্তি কয়েক বছর ধরেই ক্রিকেট নিয়ে জুয়াখেলায় জড়িত ছিল। এশিয়া কাপে বাজিতে হেরে য্ওায়ায় আত্মহত্যা করেছে সে। -ডন, এক্সপ্রেস ট্রিবিউন।