Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : আগামী ১৯শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এ কাউন্সিল উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীদের আনাগোনা।
পদ প্রত্যাশীরা এখন কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিনই আসছেন, যাচ্ছেন। তাদের আনাগোনায় এখন মুখরিত কেন্দ্রীয় কার্যালয়। যেন অনেক দিন পর প্রাণ ফিরে পেল দেশের অন্যতম রাজনৈতিক দলের এ কেন্দ্রীয় কার্যালয়।
৫ জানুয়ারি ইস্যুতে অনেকদিন ধরেই বন্ধ ছিল এ কার্যালয়। কার্যালয়ে তালা ঝুলিয়েছিল পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বিএনপির কয়েকজন নেতাকর্মী পুলিশের দেয়া তালা ভেঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
কার্যালয় খোলার পর থেকে গ্রেফতারের ভয়ে কার্যালয়কে এড়িয়ে গেছেন অনেকেই। তবে বর্তমানে ১৯ তারিখে হতে যাওয়া কাউন্সিলে পদ পেতে অনেকেই আসছেন কার্যালয়ে, দেখা করছেন শীর্ষ নেতাদের সঙ্গে।
কার্যালয় ছাড়াও অনেকেই ধরনা দিচ্ছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এছাড়া দলের প্রভাভশালী নেতাদের বাসায়ও ধরনা দিচ্ছেন কেউ কেউ।
আজ শুক্রবার কেন্দ্রীয় কার্যালয় ঘুরে দেখা যায়, আগের থেকে অনেকটাই প্রাণবন্ত কার্যালয়। রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থান থেকেই নেতাকর্মীরা আসছেন কার্যালয়ে। প্রত্যেকেই পদ প্রত্যাশী।
তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগত অধিকাংশই বিগত দিনে সরকার পতনের আন্দোলনে সাথে যুক্ত ছিলেন। তাই তাদের আশা, দল তাদেরকে মূল্যায়ন করবে।
অন্যদিকে যাদেরকে বিগত দিনে সরকার পতনের আন্দোলনের সময় মাঠে দেখা না গেলেও কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যাচ্ছে তাদেরকেও। তাদেরও আশা, যদি কোনোভাবে পদ পাওয়া যায়!
তবে দলের শীর্ষস্থানীয় একজন নেতা বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে জানিয়েছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই মূল্যায়ন করা হবে। আন্দোলন-সংগ্রামে না থেকে কেন্দ্রীয় কার্যালয়ে ধরনা দিলে লাভ হবে না।