Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হামলার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সম্ভাবনা নিয়ে শুক্রবার সিউল ও ওয়াশিংটন আলোচনায় বসতে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ সংক্রান্ত প্রাথমিক আলোচনায় টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স সিস্টেম (টিএইচএএডি) মোতায়েনের সম্ভাব্য স্থান, ব্যয়ভার গ্রহন, ও মোতায়েনের সময়ের ওপর বেশী গুরুত্ব দেয়া হবে।
এই ব্যবস্থা থেকে ব্যালাস্টিক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র যুদ্ধকালে শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমন্ডলের ভিতরে বা বাইরে আকাশেই ধ্বংস করতে পারবে।
গত ৭ ফেব্র“য়ারি পিয়ংইয়ং তাদের দূর পাল্লার রকেট উৎক্ষেপণের পর সিউল ও যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানায়।