Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : এবার কোন রাখঢাক না করেই সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার কথা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। তিনি তাকে ভয়ানক আতংক বলেও উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার রিপাবলিকান দলে নিজের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ই-মেইলের এক বার্তায় হিলারি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প খুবই আতঙ্কজনক। তার বিদ্বেষমূলক মন্তব্যর জন্য আমি তাকে ঘৃণা করি।’
নিজের সমর্থকদের উদ্দেশে এক ই-মেইলে হিলারি বলেন, ‘তিনি নারীদের যেভাবে অসম্মান করেন, বর্ণবিদ্বেষী কথাবার্তা বলেন এগুলো আমি খুবই অপছন্দ করি। বিভিন্ন জটিল বিষয়গুলো নিয়ে তার বুঝতে পারার অক্ষমতাকে আমি ঘৃণা করি। আমেরিকানদের ওপর এগুলোর বেশ প্রভাব পড়ছে।’
প্রাথমিক নির্বাচনে মনোনয়নের দৌড়ে নিজ নিজ দল থেকে এগিয়ে আছেন ট্রাম্প এবং হিলারি। আসন্ন নির্বাচনে এ দু’জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং মন্তব্যর জন্য ট্রাম্পকে আক্রমণ করেন হিলারিসহ তার নিজ দলের মনোনয়ন দৌঁড়ে প্রতিদ্বন্দ্বতাকারী নেতারা।