খোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ :
লক্ষ লক্ষ শহীদ
আর দেড় লক্ষ মা-বোনদের ইজ্জতের দান।
এ ভূমি পেয়েছে
লাল রক্তে ভেজা লাল সবুজ পতাকা আর
মুক্ত চিন্তা করা
মুক্ত কথা বলা
মুক্ত চলাফেরা-
স্বাধীনতা তার নাম।
আজ এতো বছর পর
সত্যিই কি হয়েছে রক্ষা স্বাধীনতার মান ?
হয়েছে কি মানুষের অভাব মোচন ?
পেরেছে কি মানুষ করতে
মৌলিক চাহিদার যোগান ?
খাদ্য-বস্ত্র-শিক্ষা-চিকিৎসা-বাসস্থান
হয়েছি কি বেকারদের ঠিক কর্মসংস্থান ?
আজ এতো বছর পর
পূরণ হয়েছে কি স্বাধীনতার মান ?
আজো কেন চলার পথে বা
শপিং মলে-বাণিজ্যালয়ে –
থাকে কেন মানুষের ভয়,
চুরি-ডাকাতি বা ছিনতায়ে ?
আজো কেন ঘুমায় মানুষ
পথে-ঘাটে কিংবা ফুটপাতে ?
আজো কেন অফিস-আদালত, দোকানপাঠে-
ছেয়ে আছে অন্যায়-ঘুষ-দূর্নীতি-চাঁদাবাজে ?
আজো কেন চলছে খেলা এই দেশে
বোমাবাজি-অস্ত্রাঅস্ত্রি-সন্ত্রাসে ?
আজো কেন রাজপথে রক্তারক্তি-হানাহানি ?
শিক্ষাঙ্গনে চলছে কেন দা-কুড়াল, খুনাখুনি ?
থাকে না কেন ঘরে-বাহিরে
মানুষের জীবনের নিশ্চয়তা দান ?
আজো কেন বিপন্ন মানুষের মানবতা মান ?
আজো কেন হয় না ঠিক রাজনৈতিক মূল চর্চাজ্ঞান ?
আজো কেন ঠিক নেই সেই অর্থে গণতন্ত্রের মান ?
তাই স্বাধীনতার এতো দিন পরে
আজো কেন নতুন প্রজন্ম শুনে
এই সব কুকৃর্তী কর্ম-দুর্নাম ?
এজন্যই কি একাত্তরে দিয়েছিল
লক্ষ লক্ষ মানুষ জান কোরবান ?
এটাই কি আজ তবে, স্বাধীনতার মান ?
————————————————————————————–লেখক: কবি ও কলামিষ্ট।