খোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : এশিয়া কাপের ফাইনাল জিতলে অসম্ভব ভালো লাগবে মাশরাফি বিন মুর্তজার। তবে হেরে গেলেও দেশের ক্রিকেটের যে খুব একটা ক্ষতি হবে না, সেটি সবাইকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের হারে সমর্থকদের বাজে প্রতিক্রিয়া হয়েছে অনেকবারই। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কোনো ভুল করা, বাজে পারফর্ম করা ক্রিকেটারদের অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ তো প্রায় নিয়মিত ঘটনা।
রোববার এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরেও আবেগ, উত্তেজনা ছুঁতে চলেছে আকাশ। ফাইনালের আগের দিন সংবাদ সস্মেলনে তাই দুই রকম ফলাফলের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ জানালেন বাংলাদেশ অধিনায়ক।
“জিতলে ভালো, না জিতলে কিছুই না। আমি এটাই বিশ্বাস করি। এমন নয় যে বাংলাদেশ ক্রিকেট এখানেই থেমে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই টুর্নামেন্ট খুব ভালো একটি বার্তা দিয়েছে যে, টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনাল জিতলে অসম্ভব ভালো লাগবে। কিন্তু না জিতলে কিছুই না। আমরা ঠিকই সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো করব।