Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : ২৩ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে ১৩ ফেব্র“য়ারি ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৪৬ হাজার ১৮৯ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৪ হাজার ৯০ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৭ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে। বর্তমানে এ দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৬৫ টাকা, ২১ ক্যারেটের ক্ষেত্রে ৪২ হাজার ৮৬৫ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৩৬ হাজার ২১৭ টাকা। প্রতি ক্ষেত্রেই এক হাজার ২২৫ টাকার মতো বেড়েছে। বর্ধিত দাম অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৬ হাজার ৩৬১ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ১৩৬ টাকা। এ ক্ষেত্রেও বেড়েছে এক হাজার ২২৫ টাকা। সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বাড়ছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। সোমবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১০৮ টাকা। প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। পুরোনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

অন্যরকম