খোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ : বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের প্রেসউইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এর মাতা নাসিমা আখতার গতরাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (্ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। নাসিমা আখতার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরহেজগার মহিলা হিসেবে মরহুমা নাসিমা আখতার এলাকার মানুষের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। শোকবার্তায় তিনি বলেন “মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমা নাসিমা আখতার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।