Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ : Nari dibos-6-3-16তোফাজ্জল হোসেনঃ- নরসিংদীতে আন্তজার্তিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এবারের আন্তজার্তিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল“অধিকার,মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান”।সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। মানববন্ধনে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও)কর্মকর্তা,কর্মচারী,সুবিধাভোগীগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।বেসরকারী এনজিওদের মধ্যে পাপড়ি,স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট,ব্র্যাক,কর্মজীবী নারী,অন্তরঙ্গ সমাজ কল্যান সংস্থা,ঊষা,রেটকো,বিডিএস,সিডিএম এস,নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থা,মহিলা কল্যাণী গণ কেন্দ্র,হাজিপুর মহিলা উন্নয়ন সংস্থা,জাগরনী মহিলা উন্নয়ন সংস্থা,এ্যাসিস্টেন্ট ফর ব্লাইন্ড চিলন্ড্রেন,পল্লী উন্নয়ন সংস্থা উল্লেখযোগ্য। বিভিন্ন সংগঠন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ বিষয়ক বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার,ফেস্টুন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় হতে উপজেলা মোড় পর্যন্ত এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।