Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ :  ডাক্তার হতে চেয়েছিল ভিকারুন-নিসা নুন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান অরুণী। হাসিখুশি মাখা চঞ্চল মেয়েটি মৃত্যুর আগে হঠাৎ তার নিরবতার কারণ কেউ বুঝতে পারেনি। তার কাছে জানতে চাইলেও কাউকে কিছু বলেনি বলে জানান স্কুল শিক্ষিকা ও সহপাঠীরা।
অরুণীর ক্লাসের সহপাঠী বানু আক্তার দোলা ও নাফিসা তাবাসুম সামিয়া। স্কুলের সব চাইতে কাছের বন্ধু ছিল তারা। প্রায় প্রতিদিন ক্লাসের ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুরা গল্প করত। তার সহপাঠীরা জানায়, অরুণী পড়ালেখায় অনেক মনোযোগী ছিল। সব সময় হেসে কথা বলত। ক্লাসে সবাই তাকে চিনত। শিক্ষকরাও তাকে অনেক øেহ করত। তার মৃত্যুর দুই সপ্তাহ আগে সে অনেক নিরব হয়ে গিয়েছিল। প্রায় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যেত। অরুণীর কাছে জানতে চাইলে সে বলত, ভালো পড়ালেখা করার জন্য তার মা তাকে মারধর করত।
সহপাঠীরা আরও জানায়, গত রোববার তার চোখ অনেক লাল দেখে সহপাঠীরা তার কারণ জানতে চায়। অরুনী পাশ কাটিয়ে যায়। পড়া দিতে না পড়ায় তার মা গলা টিপে ধরেছিল বলে তাদের দুই বান্ধবীকে অরুণী বলেছিল। এছাড়াও তার ছোট ভাইকেও তার মা অনেক মারধর করত। এ বিষয়টি কাউকে না বলতে বারণ করেছিল অরুণী। তাকে ক্লাসের শেষে তার খালামনি এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেও সে জানিয়েছিল।
সহপাঠী সুবাইয়া মেহেজাবিনের মা নাহার মেহেজাবিন বলেন, মাঝে মধ্যে স্কুলে এসে অরুণীর আম্মা বাসায় নিয়ে যেত। স্কুল ছুটির আগে অরুণীর আম্মার সঙ্গে তার প্রায় কথা হতো। তিনি বলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে অরুণী পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে বলে তার মা অভিযোগ করেছিলেন। এতে তিনি অনেক চিন্তিত বলেও জানিয়েছিলেন। কিছু একটা করা দরকার বলেও সে সময় তিনি বলেছিলেন। তখন অভিভাবকরা তাকে চিন্তিত না হতে পরামর্শ দিয়েছিলেন বলেও তিনি জানান।
অরুণীর স্কুলের শিক্ষিকা সালেহা বেগম বলেন, অরুণী অনেক লক্ষ্মী মেয়ে ছিল। সে পড়ালেখায় অনেক মনোযোগী ছিল। ক্লাসের পড়া নিয়মিত সম্পূর্ণ করত। তার মৃত্যুর এক সপ্তাহ আগে থেকে তাকে অন্যরকম মনে হয়েছিল। অনেক চুপচাপ দেখা গেছে। একদিন তার চোখ রক্তাক্ত দেখে ক্লাসের মেয়েরা বলাবলি করছিল। আমি কারণ জানতে চাইলে সে বলেছিল, চোখে আঘাত পাওয়ায় লাল হয়ে গেছে। গত সোমবার তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমি হতবাক হয়ে গেছি। ক্লাসের হাজিরা খাতায় তার নামটি দেখলে এখনও আমার মনে হয় সে ক্লাসেই আছে।