খোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ : তোফাজ্জল হোসেনঃ নরসিংদী জেলার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারন আসনে নির্বাচন করছেন একজন মহিলা প্রার্থী।সাধারণত মহিলা প্রার্থীগণ সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হলেও সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের কাজী চাহেরুন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার পুরুষদের সাথে পাল্লা দিয়ে সাধারন আসনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন। আগামী ৩১মার্চ সল্লাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিগত নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।এক প্রশ্নের জবাবে শাহিদা আক্তার জানান পুরুষরা যে কাজ করতে পারে মহিলারাও সে কাজ করতে পারে।সুতরাং সাধারন আসনেও মহিলারা নির্বাচিত হয়ে ভাল ভুমিকা রাখতে পারবে। আমরা শুধু নারীদের জন্য সংরক্ষিত আসনে সীমাবদ্ধ থাকতে চাই না। । তিনি আরো বলেন বেসরকারী উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভলপমেন্ট ও পাপড়ি কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের একজন ‘অপরাজিতা’ হিসেবে সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে গিয়ে নারীর অধিকার ও আমার দায়িত্ব-কর্তব্য সর্ম্পকে সচেতন হয়েছি। যা আমাকে পুরুষের পাশাপাশি সাধারণ আসনে নির্বাচন করার সাহস ও উৎসাহ দিয়েছে। তিনি ১নং ওয়ার্ডের সকল স্তরের জনগনের দোয়া ও সমর্থন কামনা করছেন।