Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ, ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের ন্যায় আজও সূচকের নিম্নমুখী প্রবণতা এবং লেনদেন হ্রাস অব্যাহত রয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচক কমেছে। ডিএসইতে আজ ৩১০টি কোম্পানির ৮ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
মোট লেনদেনের পরিমাণ ৩০০ কোটি ২০ লাখ ২২ হাজার ৮০৫ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৭৬ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭.৩৭ পয়েন্ট কমে ৪৪৩৫.৪৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৯২ পয়েন্ট কমে ১৭০৩.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৭.৫১ কমে ১০৭৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : বিএসআরএম লিঃ, লাফার্জ সুরমা সিমেন্ট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস, কাশেম ড্রাইসেল, সিএমসি কামাল, অরিয়ন ফার্মা, ওয়ান ব্যাংক লিঃ, আমান ফীডস ও ইউনাইটেড পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : লিব্রা ইনফিউশন, সিএমসি কামাল, জেমীনি সী ফুড, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইটিসি, জাহিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, ৭ম আইসিবি, রূপালী লাইফ ইন্সুঃ ও রহিম টেক্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : বিএসআরএম লিঃ, আজিজ পাইপস, প্রগ্রেসিভ লাইফ, ওয়াটা কেমিক্যাল, এশিয়া প্যাসেফিক, সিনোবাংলা ইন্ডাঃ, বিডি অটোকারস, বিএসআরএম স্টিল, কাশেম ড্রাইসেল ও অরিয়ন ফার্মা।