Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : সারাদেশের সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং কমিউনিটি ক্লিনিকে আগামী ১৭ মার্চ থেকে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ রবিবার সন্ধায় সচিবালয়ে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।
মন্ত্রী বলেন. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন থেকে প্রতি বছর এই সপ্তাহ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে: স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার।
নাসিম জানান, সেবা সপ্তাহের প্রতিদিন সকালে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হবে। স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রতিদিন মোবাইলফোনে ক্ষুদে বার্তা পাঠানো হবে।
জাতীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিক সেবা, অটিজম, শিশু স্বাস্থ্য এবং শিশুর পুষ্টি ও খাদ্য বিষয়ে পৃথক পৃথক সেমিনারের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ে বিএমএ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর মহাসচিব ডা. আবদুল আজিজসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সব হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা, সেবার মান উন্নয়নকল্পে সেবা গ্রহীতাদের সঙ্গে মত বিনিময়, বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম, হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের মধ্যাহ্নভোজ সরবরাহ, স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।