খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ০৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা র্যালীতে অংশগ্রহণ করবেন।নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।