Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : 12833455_1135097913176288_1670552802_n প্রধান বিচারপতিকে নিয়ে ভোটারবিহীন অবৈধ সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজ্জাম্মেল হোসেনের চরম হুমকি-ধমকী ও আক্রামনাত্বক বক্তাব্যকে স্বাধীন বিচার ব্যাবস্থা অবজ্ঞাস্বরুপ ও আদালত অবমাননার সামিল দাবী করে বক্তাব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আওয়ামী লীগ গনতন্ত্রের কথা মুখে বললেও তারা গনতন্ত্রে বিশ্বাস করে না। যারা বিচারপতিদের ভীতি প্রর্দশন করতে লাঠি মিছিল করে, বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে, কথিত মুক্তিযোদ্ধাদের নিয়ে সুর্প্রীমকোটে ইট-পাটকেল নিয়ে হামলা চালায়, প্রধান বিচারপতির এজলাস ভাংচুর করে তাদের কাছে বিচার বিভাগ নিরাপদ নয়। অবিলম্বে আদালত অবমাননার দায়ে মন্ত্রীদের আইনের আওতায় না আনলে মানুষের মাঝে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের খারাপ ধারনা সৃষ্টি হবে। তিনি বলেন, বিচারপতি খায়রুল হক ও বিচারপতি শামসুদ্দিন মানিক বিচার বিভাগকে ধংস করেছে। অর্থের লোভে রায় দিয়ে ও সংবিধান কেটে টুকরো টুকরো করে আওয়ামী লীগের সংবিধানে পরিনত করেছে। দলীয় অনুগতদের নিয়োগ নিয়ে আদলতের নিরপেক্ষতা, সচ্ছতা ও জবাবদিহীতাকে ভুলন্ঠিত করেছে। সরকারের ইচ্ছামতো রায় ঘোষনা করা হচ্ছো। আইন শৃংখলাবাহীনি ও প্রশাসনকে জিম্মি করে অবৈধ ভাবে ক্ষমতায় টিকে আছে। গনজাগরন মঞ্চের নামে লাগাতার অব্যাহত ভাবে আদালত অবমাননা, সংবিধান পরিপন্থী কার্যক্রম ও বিচার বিভাগের প্রতি অনৈতিক চাপ প্রয়োগ করে স্বাধীন বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্থ করেছে। তাই গনতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধান সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি আজ (সোমবার) বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আইনজীবি নেতাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, যুগ্ম-মহাসচিব এডভোকেট উম্মে হাবিবা রহমান, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজমল হোসেন,কামরুজ্জামান চৌধুরী মুকুল, আবদুল্লাহ আল মামুন,দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, কেন্দ্রীয় নেতা এডভোকেট আল আমিন, এডভোকেট মাকসুদা খানম, এডভোকেট ফিরোজ আহমেদ, এডভোকেট মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ উদ্দিন প্রমুখ।