খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী আপিল বিভাগের রায়ে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার (মীর কাসেম) প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আজ সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট বারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মীর কাসেম আলীর স্বাক্ষ্য ও যুক্তিগুলো পর্যালোচান করলে ট্রাইব্যুনালের দেয়া রায় থেকে অব্যাহতি পাবেন তিনি। আমরা আশা করছি আগামীকাল ( মঙ্গলবার) তিনি মুক্তি পাবেন।
অপরদিকে, আজ সোমবার সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, যুদ্ধপরাধী মীর কাসেম আলীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগ মীর কাসেমের রায় প্রকাশ করবেন।