Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ঢাকায় বিএনপির ষষ্ঠ কাউন্সিলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন তারেক রহমান।
‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি।
২০০৯ সালে পঞ্চম কাউন্সিলে দলটির স্লোগান ছিল- ‘নানা মানুষ নানা মত, দেশ বাঁচাতে ঐক্যমত’।
স্লোগানের সঙ্গে লোগো এবং ১৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলের সময়সূচিও চূড়ান্ত করেছে দলটি।
সেদিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় কাউন্সিল উদ্বোধন করবেন খালেদা জিয়া।
বিএনপি নেতারা জানিয়েছেন, পঞ্চম কাউ্ন্িসলের মতো এবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে তার ছেলে তারেক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় কাউন্সিল ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় সোমবার বলেন, নানা প্রতিকূলতার মধ্যে এবার কাউন্সিল করতে যাচ্ছি আমরা।
“তবে সারাদেশে নেতা-কর্মীসহ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সব উপ-কমিটি রাত-দিন কাজ করে যাচ্ছেন।”
কাউন্সিলের প্রচারে এবার নতুন মাত্রা যোগ করছেন বলে জানান গয়েশ্বর রায়।
সহযোগী ১১টি সংগঠন জাতীয় কাউন্সিলের স্লোগানসহ তাদের নিজস্ব সংগঠনের লোগো দিয়ে আলাদা আলাদা পোস্টার করছে বলে জানান তিনি।
“২/১ দিনের মধ্যে আমরা গণমাধ্যমকে উপস্থিত রেখে প্রচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব। প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি এবার প্রচারে ফেইসবুকসহ সামাজিক গণমাধ্যমকে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে।”
পোস্টারে গণতন্ত্রের প্রতীকী বন্দিত্ব উপস্থাপনের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছোট প্রতিকৃতিও স্থান পেয়েছে।
‘জাতীয় কাউন্সিল উপলক্ষে ‘থিম সং’ চূড়ান্ত হয়েছে। আলাদা ওয়েবসাইটও চূড়ান্ত করা হয়েছে বলে জানান গয়েশ্বর।
তিনি বলেন, কাউন্সিল উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক মোহনা, সড়ক দ্বীপে পোস্টারিং, লাইটিংসহ বর্ণিলভাবে সাজানো হবে। কাউন্সিলের কয়েকদিন আগে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়েও আলোকসজ্জা হবে।
বিএনপির জাতীয় কাউন্সিলে এবার ২৭ হাজার ৩৫৬ জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৬ মার্চ নয়া পল্টনের কার্যালয় থেকে ‘কাউন্সিলর কার্ড’ দেওয়া শুরু হবে।
১৯ মার্চ সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হবে মধ্যাহ্নভোজ। এরপর বিকাল ৩টা থেকে শুরু হবে রুদ্ধদ্বার অধিবেশন।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির পঞ্চম কাউন্সিল হয়।
সামরিক শাসক জিয়ার হাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে বিএনপি গঠিত হয়। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। জিয়ার মৃত্যুর পর নেতৃত্বে আসেন স্ত্রী খালেদা।