খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ঢাকার ধানমন্ডি এলাকায় গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু।
ধানমন্ডি থানার ওসি নূর এ আজম মিয়া জানান, সোমবার দুপুরে চার নম্বর সড়ক দিয়ে রিকশায় করে যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছ ভেঙে খালিদ মাহমুদ মিঠুর ওপর পড়ে।
গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
মিঠুর পরিচালনার প্রথম চলচ্চিত্র গহীনে শব্দ মুক্তি পায় ২০১০ সালের ২৬শে মার্চ। ওই বছর সেরা পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর করেন মিঠু। তার স্ত্রী কনকচাঁপা চাকমাও একজন চিত্রশিল্পী।
ছবি আঁকা, সিনেমা বানানোর পাশাপাশি খালিদ মাহমুদ মিঠু কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে একটি বইও লিখেছেন।