Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : দুর্নীতির দায়ে চীনে প্রায় ৩ লাখ সরকারি কর্মকর্তাকে সাজা দিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ১ লাখ কর্মকর্তাকে বেশি সাজা দেয়া হয়েছে। আর বাকি ২ লাখ কর্মকর্তা অপেক্ষাকৃত কম সাজা পাবেন।
এছাড়া আরো ৮০ হাজার সরকারি কর্মকর্তার নাম দুর্নীতির তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এদের সাজা ধারাবাহিকভাবে দেয়া হবে।
রাষ্ট্রপতি শি জিনপিং ক্ষমতায় এসেই দেশজুড়ে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। ক্ষমতায় আসার জন্য তিনি জনগণের কাছে সপথ করেছিলেন যে দেশ থেকে দুর্নীতি দমন করবেন। তার নির্দেশে পরিচালিত বিভিন্ন অভিযানে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি উঠে এসেছে।
দুর্নীতিগ্রস্তদের তালিকায় বহু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও রয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে স্থানীয় পত্রিকাগুলোতে খবরও প্রকাশিত হয়েছে।