Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পাশাপাশি ফের সব ধরনের সূচক বেড়েছে। ডিএসইতে আজ ৩১৬ টি কোম্পানির ৮ কোটি ৫০ লাখ ১৪ হাজার ৬৬৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩১০ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৯১৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৭৪ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮.১৭ পয়েন্ট বেড়ে ৪৪৪৩.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৭ পয়েন্ট কমে ১৭০৩.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.১২ কমে ১০৭৭.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসআরএম লিঃ, অরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মালেক স্পিনিং, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিল ও বিএসসিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কাশেম ড্রাইসেল, নিটল ইন্সুঃ, আমরা টেকনোলজি, ইস্টার্ণ লুব্রিকেন্টস, জেমীনি সী ফুড, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিঃ, মালেক স্পিনিং, রূপালি লাইফ ইন্সুঃ ও জিপিএইচ ইস্পাত। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রিন ডেল্টা, প্রগতি ইন্সুঃ, শ্যামপুর সুগার, আইএসএন লিঃ, সোনার গাঁও টেক্সটাইল, মেঘনা পিইটি, ইউনাইটেড এয়ার, আইটিসি, অগ্রনী ইন্সুঃ ও ট্রাস্ট ব্যাংক।