Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংক (বিবি) যুক্তরাষ্ট্রে ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে চুরি হওয়া টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আজ এক বিবৃতিতে বলেছে, চুরি হওয়া টাকার একটি অংশ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই অর্থ উদ্ধারে এবং বাকি টাকা দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের এন্টি মানিলন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
ফিলিপাইনর এন্টি মানিলন্ডারিং কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা করেছে এবং হ্যাকিং-এর সাথে সংশ্লিষ্ট সকল বন্ধ ব্যাংক একাউন্টের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। বিবি বলেছে, এ ঘটনায় তাদের তদন্ত শেষ বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশ্ব ব্যাংকের স্টোলেন এ্যাসেটস রিকভারি (এসটিএআর)-কে সম্পৃক্ত করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরো বলেছে, বিশ্ব ব্যাংকের একটি বিশেষজ্ঞ ও ফরেনসিক দল এ ব্যাপারে বিএফআইইউ’র সাথে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তদন্তের স্বার্থে এ ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক সাইবার হুমকি মোকাবেলায় ব্যাংক এবং অন্যান্য আর্থিক ইনস্টিটিউশনে সাইবার নিরাপত্তা জোরদার করার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে।