Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : যুক্তরাষ্ট্রের পাওয়ার বল লটারির প্রথম পুরষ্কার ২৯ কোটি ডলার পুরুস্কার পেলেন একজন বিচারক। একই সঙ্গে তার আপন ভাই জিতেছে মাত্র ৭ ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে। তারা দুজনই পরিবারসহ একসঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন। লটারির টিকিটও কিনেছিলেন একসঙ্গে। তবে শেষ পর্যন্ত এক ভাই পেয়েছে ২৯ কোটি ১৪ লাখ ডলার। আর আরেক ভাইয়ের কপালে জুটেছে মাত্র সাত ডলার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
গত মাসে দুই ভাই জেমস স্টকার ও বব স্টকার পরিবারের সদস্যদের নিয়ে ফ্লোরিডায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুটি লটারির টিকিট কিনেছিলেন দুই ভাই। পেশায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচারক জেমস গত বুধবার কাজ শেষে রেস্তোরায় বসে চা পান করছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে ড্র হওয়া লটারির ফলাফল দেখছিলেন।
লটারির প্রথম পুরষ্কার পাওয়া নম্বরটির সঙ্গে নিজের টিকিটের নম্বরটির মিল দেখতে পান জেমস। খুশিতে আত্মহারা জেমস তখনই রেস্তোরায় উপস্থিত সবার খাওয়ার বিল পরিশোধের ঘোষণা দেন। এরপরই তিনি পরিবারের সদস্যদের দ্রুত ফ্লোরিডা রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন। জেমস প্রথম পুরষ্কার ২৯ কোটি ১৪ ডলার জিতলেও তার ভাই বব মাত্র সাত ডলার পুরষ্কার হিসেবে জিতেছেন।