খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : শ্রীলঙ্কা সরকার প্রেমিক যুগলদের হয়রানির ঘটনায় এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। ওই প্রেমিক-প্রেমিকারা কলম্বোর একটি স্মৃতিস্তম্ভে পরস্পরের হাত ধরায় রক্ষীরা তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। সোমবার রক্ষণশীল বৌদ্ধ দেশটির এক মন্ত্রী একথা জানিয়েছেন।
একটি প্রেমিক যুগল তাদের ধাওয়া করা রক্ষীদের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর নিরাপত্তা প্রধানকে চাকরিচ্যুত করা হলো। এই বিষয়টি বিগত সরকারের নীতির পরিবর্তন। বিগত সরকারের আমলে ওই নীতির আওতায় পুলিশ প্রেমিক- প্রেমিকাদের প্রকাশ্যে চুম্বন করতে বাধা দেয়ার জন্য টহল দিত। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উপ-পররাষ্ট্রমন্ত্রী হার্শা ডি সিলভা বলেন, তিনি রবিবার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করার সময় দেখতে পান যে নিরাপত্তা রক্ষীরা অবিবাহিত যুগলদের ধাওয়া করে তাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্গের সঙ্গে কথা বলেছেন। তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পরিচালককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। ডি সিলভা বলেন, ‘রক্ষীদের বসকে চাকরিচ্যুত করা হয়েছে।’