খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : নারীর প্রতি সকল প্রকার শোষণ-বৈষম্য রোধ করতে আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম.গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের নারী সমাজ বর্তমানে আধনিকতার নামে অনেক বেশী শোষণ আর ভোগের শিকার হয়ে পড়েছে। তাদো জীবনের নিরাপত্তাহীনতাও বাড়ছে। তিনি বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে নারীর জন্য আরো সুযোগ তৈরি করতে হবে।
তিনি আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে’ বাংলাদেশ মহিলা ন্যাপ‘র সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। মহিলা ন্যাপ সমন্বয়কারী অধ্যাপিকা শিউলী সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, মহিলা ন্যাপ‘র আমেনা খাতুন মনি, ফাতেমা আক্তার লাকি, রিভা আক্তার, সালমা সুলতানা প্রমুখ।