খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ :নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ- নরসিংদীর পাঁচদোনায় বেসরকারী সেবা সংস্থা কর্মজীবী নারী’র উদ্যোগে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে কর্মজীবী নারী’র উদ্যোগে র্যালী ও সংস্থার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের আন্তজার্তিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল“অধিকার,মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান”।সংস্থার প্রোগ্রাম অফিসার হুরমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি শ্রমিক নেতা মানছুরা আক্তার বকুলী,সিরাজুল ইসলাম,রোজি বেগম,দেলোয়ার হোসেন,উকিল বেগম,রাশিদা বেগম,মদিনা বেগম,কারিমা বেগম,হাসনারা বেগম,চান মিয়া,আজগর আলী,আমির হোসেন, মমতাজ বেগম,সামসুল আলম,ইয়াসমিন বেগম,আছমা আক্তার,আব্দুল বারী,রুমা বেগম,শাহিনুর বেগম,মাহফুজা বেগম,শিপা আক্তার,সফিকুর রহমান প্রমুখ।সভায় বক্তাগণ এবারের প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়ন করার জন্য একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবার জন্য সকলের প্রতি আহবান জানান।
এছাড়া জেলা প্রশাসনসহ বেসরকারী সেবা সংস্থা পাপড়ি,নরসিংদী জেলা সাংবাদিক বহুমূখী সমবায় সমিতি,স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট,ব্র্যাক,কর্মজীবী নারী,অন্তরঙ্গ সমাজ কল্যান সংস্থা,ঊষা,রেটকো,বিডিএস,সিডিএম এস,নরসিংদী মহিলা উন্নয়ন সংস্থা,মহিলা কল্যাণী গণ কেন্দ্র,হাজিপুর মহিলা উন্নয়ন সংস্থা,জাগরনী মহিলা উন্নয়ন সংস্থা,এ্যাসিস্টেন্ট ফর ব্ল¬াইন্ড চিলন্ড্রেন,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থা,পল্লী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠন স্ব স্ব উদ্যোগে নিজ নিজ কার্যালয়ে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ” বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ্য যে গত ৬মার্চ এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলায় কর্মরত এনজিওদের নিয়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছিল।