Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : আমরা স্বাধীন। আমরা উন্নতি করতেই চাই। উন্নয়নের জন্য সবার সমান অবদান রাখা দরকার। অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান- এতে কোনো সন্দেহ নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বার বার বলে গেছেন নারীর অধিকারের কথা।
আমাদের মা-বোন যাদের উপর পাকিস্তানিরা একাত্তরে অত্যাচার করেছিলো তাদের স্মরণ করি। মুক্তিযুদ্ধের পরে মা-বোনেরা বিভিন্ন রোগ অসুখে ভুগছিলো। বিদেশ থেকে ডাক্তার এনে তাদের চিকিৎসা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমার মা একাত্তিরের সেসব নারীদের সুস্থ করেছিলেন। তারা সুস্থ হওয়ার পর পরিচয় দিতে চাইতো না। বিয়ের জন্য সমস্যা হতো। বাবার নাম বলতে লজ্জা পেতো। জাতির পিতা বলেছিলেন, লিখে দাও বাবার নাম শেখ মুজিবুর রহমান। বাড়ি ৩২ নম্বর, ধানমন্ডি। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বলেই নারী জাতি এগিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।