খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : কিশোরগঞ্জে নাশকতার মামলায় বিএনপির চার ও জামায়াতে ইসলামীর এক নেতার জামিন নামঞ্জুর করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপি আহূত অবরোধ কর্মসূচি চলাকালে ভৈরব উপজেলায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মামলায় আসামিরা পলাতক ছিলেন। কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে সোমবার দুপুরে আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতারা হলেন ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হেলিম, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং ভৈরব উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিদ্দীক।
আসামিপক্ষে জামিন আবেদনকারী অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, বিএনপি আহূত অবরোধ কর্মসূচি চলাকালে গত বছরের ১২ জানুয়ারি ভৈরব পৌর এলাকার স্টেডিয়ামের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এএসআই শাহজাহান সিরাজ এবং ২০ জানুয়ারি কমলপুর এলাকায় অপর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এসআই মমতাজ আলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক জামিনে বিরোধিতা করেন।