খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : মানবতাবিরোধী অপরাধ মামলায় মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে দুপুরে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করলে রাজধানীর মগবাজার এলাকায় জামায়ত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পথচারীসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওয়্যারলেসগেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রমনা থানার টহলরত পুলিশদের ওপর মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ধাওয়া দেয় ও ১০-১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে সুমন নামে এক পথচারী ও ছয়জন জামায়াত শিবিরের কর্মী গুলিবিদ্ধ হন। সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাকিরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।