খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে আজ বিকেলে ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশে সময় বিকালে একটি বিশেষ ফ্লাইটে করে পৌঁছাবেন আদেল আল-জুবেইর। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।