খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : প্রথমবার ভারত সফরে যাচ্ছেন যুবরাজ উইলিয়াম। সঙ্গে থাকবেন স্ত্রী কেট মিডলটনও। ১০ এপ্রিল মুম্বাইয়ে পা রাখবে এই দম্পতি। ১৬ এপ্রিল তাজমহল যাবেন উইলিয়ামরা। ওইদিনই তাঁরা ফিরে যাবেন দেশে। এদিকে, ১২ এপ্রিল তাঁরা আসামেও যাবেন বলে জানা গেছে। প্রথম ভারত সফরের সুখকর স্মৃতি নিয়ে তাঁরা যাতে ফিরতে পারেন তাই কমতি রাখতে রাজি নয় কোনও রাজ্যই। তাঁর সফরের জন্য ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে অসম সরকার।
মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মুখ্যসচিবকে বিভিন্ন বিষয়ে নির্দেশও দিয়েছেন। জানা গেছে, কাজ়িরাঙা ন্যাশনাল পার্কেও ভ্রমণ করবেন তাঁরা। কূটনৈতিক মহল মনে করছে, রাজকীয় এই সফরের মাধ্যমে আরও দৃঢ় হবে দিল্লির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেন সফরের মাঝেই যুবরাজের ভারতে আগমনের কথা ঘোষণা করা হয় ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে।