এনবিএস : মার্চ ০৮, ২০১৬, মঙ্গলবার
চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্র“য়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে ফেব্র“য়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি। এর আগের মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৭ শতাংশে।
এদিকে ফেব্র“য়ারিতে খাদ্যপণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৭ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৩৩ শতাংশে।
আর ফেব্র“য়ারি মাসে খাদ্য বর্হিভূতপণ্যের সার্বিব মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৭৪ শতাংশে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুসহ কোনো কিছুর দাম বাড়েনি তাই উৎপাদন খরচও বাড়ে নি। ফলে দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়েনি বরং কমেছে।
অপরদিকে তেল চিনিসহ বিভিন্ন পণ্যের দাম বিশ্ববাজারে কমেছে। আর এই দুই কারণে দেশের মূল্যস্ফীতি কমেছে।
তিনি বলেন, গত ৪১ মাসের মধ্যে এটি সর্বনিম্ন মূল্যস্ফীতি। ২০১২ সালের সেপ্টেম্বরে মাসে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ। এরপর চলতি বছরের ফেব্র“য়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি।
বিবিএস তথ্য অনুযায়ী, ফেব্র“য়ারি গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২৯ শতাংশে।
গ্রামে ফেব্র“য়ারিতে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ০৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৬৩ শতাংশে। এছাড়া এ মাসে খাদ্য বর্হিভুত পণ্যের মূল্যস্ফীতি কমেছে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।
ফেব্র“য়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৫৩ শতাংশে। আর খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া খাদ্য
বর্হিভুত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ২৫ শতাংশ।