খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : মানুষের মৃত্যু অনিবার্য। মরণ একদিন কাছে আসবেই এটাই সত্য আর এটাই বাস্তব। আমরা এই অনিবার্য সত্যটাকে মাথায় রাখিনা। পৃথিবীর মোহে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত সব সময়। ভাবিনা মরণ এক সময় সামনে এসে হাজির হবে। এবং আমাদের প্রিয় জান পাখিটাকে ছিনিয়ে নিয়ে যাবে। তখন আমাদের আর কিছুই করার থাকবে না।
কে কখন কোথায় কি ভাবে মরণের কাছে ধরা দিবে তা ভেবে পাওয়া যাবেনা। আমাদের আশাপাশের মৃত্যু বরণকৃত মানুষের দিকে যদি একটু তাকিয়ে দেখি তাহলে বুঝতে পারবো মরণ আমাদের সামনেই আছে।
এমন একটা চিরসত্য কথাকে মেনে জেনে রাখুন সাধারণভাবে মানুষ যখন মৃত্যুর দিকে ঢলে পড়ে তখন নিম্ন লক্ষণ দেখা যায়:
১.হাত, পা, নিঃশ্বাস ঠান্ডা হয়ে যাবে।
২.কপালের শিরাগুলো ফুলে উঠবে।
৩.গলার স্বর পাল্টে ক্ষীণ হয়ে যাবে।
৪.দাঁতের সাদা রঙও পরিবর্তন হয়ে যাবে।
৫.দৃষ্টিশক্তি ক্রমশ অস্পষ্ট হয়ে যাবে।