Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : আইফোনের না জানি কি এক অদ্ভুত গুণ রয়েছে। এটি অতি সহজে যে কোন মানুষের দ্বারা অস্বাভাবিক কাজ সম্পাদন করতে পারেন। নতুন এক উন্মাদনার খবর পাওয়া গেল চীনে।
চীনের এক ১৯ বছর বয়সী ভদ্রলোক তার সদ্য জন্ম নেয়া মেয়ে শিশুকে বিক্রয় করে দিয়েছেন, একটি নতুন আইফোন ও মোটর সাইকেল ক্রয় করার জন্য। পূর্ব চায়নার একটি এলাকায় প্রায় এক বছর আগে এই ঘটনা ঘটেছে।
চীনের একটি ওয়েবসাইট ইপোক টাইম্স এর প্রতিবেদনের মাধ্যমে এই খবর পাওয়া যায়। সেই ব্যক্তি ২৩,০০০ ইউয়ান মূল্যে তার কন্যাকে বিক্রয় করেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল সেই ব্যক্তির স্ত্রীর এই বিষয়ে কোন সমস্যা নেই।
পরবর্তীতে জানা যায়, এই শিশুর মা অপ্রাপ্তবয়স্ক। সে সবেমাত্র একটি বিদ্যালয়ে পড়াশোনা করছেন। সে বিভিন্ন স্থানে পার্ট-টাইম চাকরী করতেন। এই ঘটনার পর সে এলাকা ছেড়ে যাবার পরও পুলিশ তাকে আটক করে ফেলেন।
এ ডুয়ান নামের সেই ভদ্রলোককেও গ্রেফতার করে পুলিশ। আদালত ডুয়ানকে ৩ বছরের কারাদণ্ড দেন এবং তার সঙ্গীকে আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দেন।